| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পবিত্র কুরআন হাতে লিখলেন মাত্র ৯ বছরের শিশু


পবিত্র কুরআন হাতে লিখলেন মাত্র ৯ বছরের শিশু


মুসলিম বিশ্ব     20 July, 2025     08:33 PM    


আড়াই বছরের অদম্য চেষ্টায় পবিত্র কুরআন হাতে লিখার মতো কৃতিত্ব অর্জন করেছে ভারতের কেরালা রাজ্যের মাত্র ৯ বছর বয়সী শিশু মুহাম্মাদ মাদলাজ।

স্থানীয়ভাবে আয়োজিত শিশুদের জন্য একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে পবিত্র কুরআন লেখার কাজটি শুরু করে এই শিশু। সে প্রতিদিন এক ঘণ্টা করে এ-৪ সাইজের কাগজে পেন্সিল দিয়ে কুরআন লিখত এবং আরবি ক্যালিগ্রাফির নান্দনিকতা ও শুদ্ধভাবে তাজবিদসহ লেখার নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করত।

এই কাজটি করার জন্য পরিবারের ব্যাপক সহযোগীতা পেয়েছে মুহাম্মাদ মাদলাজ। তার পরিবার তাকে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় এবং তার কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।

তার মা প্রতিদিন তার হাতে লেখা অংশগুলো পর্যালোচনা করতেন এবং প্রয়োজনীয় সংশোধন করতেন। অবশেষে, ২০২৫ সালের ২৬ মে তার এই কাজ সম্পন্ন হয়।

লিখিত কুরআনের এই কপি পরবর্তীতে বহু হাফেজ (নারী ও পুরুষ) দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে। সেই সাথে কুরআনের প্রত্যেকটি পারা কয়েকবার করে পরীক্ষা করা হয়েছে দু’মাসব্যাপী এই যাচাইকরণ প্রক্রিয়ায়।  

সূত্র: ইকনা